২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৮:৫২
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৮:৫২

নির্বাচনে অংশ নিতে চাপ দিচ্ছে সরকার’

নির্বাচনে অংশ নিতে নেতাকর্মীদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২২শে জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি আগামী নির্বাচনে যাবে না। তবু যারা সম্ভাব্য প্রার্থী, তাদেরকে সরকারের গোয়েন্দারা তুলে নিয়ে নির্যাতন করে নির্বাচনে আসতে বাধ্য করছে৷ চাপ প্রয়োগ করছে সরকার।’

হেরে যাওয়ার ভয়ে আওয়ামী লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিচ্ছে না বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল বলেন, জয়ী হতে পারবে না জেনেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলছে না সরকার। সংবিধান অনুযায়ী নির্বাচন হলে ত্রয়োদশ সংশোধনীতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয় সুরাহা হয়েছে। 

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, এখনও সময় আছে জনগণের ভাষা বুঝে জনগণের চাহিদা বুঝে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। নয়তো দেশের মানুষ জানে কিভাবে দাবি আদায় করে নিতে হয়।

মানুষকে বোকা বানাতেই প্রধানমন্ত্রী সেন্টমার্টিন প্রসঙ্গ তুলেছেন বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকার মিথ্যা-বানোয়াট বক্তব্য দিচ্ছে। সেন্টমার্টিন লিজ দেয়ার কথা বলে বাহিরের দেশের সাথে সম্পর্কের অবনতি করা হচ্ছে। এসব বক্তব্য দিয়ে তারা সুবিধা পেতে চায়। বিএনপি বাংলাদেশের এক ইঞ্চি মাটি কাউকে দেবে না, শেষ রক্তবিন্দু দিয়ে রক্ষা করবে।

Facebook
Twitter
LinkedIn