বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের অধিকাংশ স্থানে নদ-নদীর পানি কমতে শুরু করেছে।
লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীতে পানি কমতে থাকায় বেড়েছে নদী ভাঙন। কোথাও কোথাও নদীগর্ভে চলে যাচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধও।
লালমনিরহাটে তিস্তায় পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমায় নদী ভাঙন বেড়েছে জেলার বিভন্ন স্থানে।
এদিকে, নেত্রকোণার উব্দাখালি নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বেশকিছু এলাকার নিুাঞ্চল প্লাবিত হয়েছে।
অন্যদিকে, গত কয়েকদিন সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় এরইমধ্যে শহরের নিচু এলাকা থেকে পানি নেমে গেছে। এছাড়া, সিলেটের নদীগুলোরও পানি কমছে। বৃষ্টি কমে যাওয়ায় সিলেট নগরীর নিুাঞ্চলের পানি এরইমধ্যে নেমে গেছে।