২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৪৫
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৪৫

তামিমের ফেরার সিদ্ধান্তে খুশি মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের অবসরের ঘোষণা শুনে হৃদয় খারাপ হয়ে গিয়েছিল সতীর্থ মুশফিকুর রহিমের। 

তবে একদিনের ব্যবধানে সব জল্পনাকল্পনা শেষ করে অবসর ভেঙে ফিরলেন তামিম। সেই খবর শুনে খুবই খুশি হয়েছেন মুশফিক।

আজ শুক্রবার (৭ই জুলাই)  গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তামিম। সঙ্গে ছিলেন মাশরাফি বিন মর্তুজা ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রধানমন্ত্রীর নির্দেশে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেন তামিম।

কিছুক্ষণ পর মুশফিক তার ফেসবুক পোস্টে লেখেন, ‘এর চেয়ে ভালো খবর আর হতে পারে না। এটা শুনে খুবই খুশি যে আমরা আবারও একসঙ্গে খেলব। ইনশাল্লাহ এটি একটি নতুন শুরু এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য একসঙ্গে অসাধারণ গৌরব বয়ে আনব আমরা। ’

এর আগে বন্ধু তামিমের পূর্বের সিদ্ধান্ত নিয়ে মুশফিক লিখেছিলেন, ‘আমরা একসঙ্গে দারুণ স্মৃতি ভাগাভাগি করেছি, সাফল্য উদযাপন করেছি। একসঙ্গে জিতেছি, কঠিন সময় কাটিয়েছি। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমরা আর একই ড্রেসিংরুম ভাগাভাগি করব না, আমাদের দেশকে জেতাব না। তোর কৃতিত্ব ও যেভাবে চলে গেলি; তাতে আমি গর্বিত, আমি তোর পাশে আছি। ’

তিনি আরও লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য যা কিছু করেছিস, তার জন্য করতালি। বিদায় আমার বন্ধু, আমার চোখে এই দেশের সেরা ব্যাটার তুই। সত্যিই আমি তোকে নিয়ে অনেক গর্বিত। ’

একদিনের ব্যবধানে বদলে গেল সবকিছুই। ‘ইউটার্ন’ নিয়ে তামিম বলেন, ‘আজকে দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার বাসায় আমন্ত্রণ করেছিলেন। উনার সঙ্গে আমি অনেকক্ষণ আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে খেলায় ফিরে আসতে। তো আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে উঠিয়ে নিচ্ছি। ’

Facebook
Twitter
LinkedIn