ভারতে পঞ্চায়েত ভোটের কারণে আজ (শনিবার) বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক আছে যাত্রী পারাপার। এছাড়া দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের কারণে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
এদিকে হিলি হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানিয়েছে, ভারতে পঞ্চায়েতের নির্বাচন উপলক্ষে আজকে ভারত থেকে কোন পণ্য আমদানি এবং রপ্তানি হবে না। তবে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে। আগামীকাল রোববার যথারীতি আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
উল্লেখ্য, সকাল ৮টা থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ নির্বাচনের ফলাফল জানানো হবে আগামী ১১ই জুলাই।