২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:২৬
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:২৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে মেয়র আতিকুলের যত পরামর্শ

ডেঙ্গু জ্বরে কাপছে দেশে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সারাদেশে বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃত্যুর সংখ্যা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। এতে চিকিৎসকদের যেমন হিমশিম খেতে হচ্ছে, তেমনি রোগীরাও পড়ছেন নানা ভোগান্তি আর বিড়ম্বনায়। এমন অবস্থায় ডেঙ্গু থেকে রক্ষা পেতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

রোববার (২৩ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলে সবাইকে এগিয়ে আসতে হবে। সবার সহযোগিতা ছাড়া সিটি করপোরেশনের একার চেষ্টায় মশা নিধন সম্ভব নয়।

তিনি বলেন, কোথাও পানি জমে থাকলে আমাদের জানান। পানি জমে আছে, কিন্তু মশার ওষুধ ছিটানো হয়নি বা সিটি করপোরেশনের সেবা পাচ্ছেন না, এমন তথ্যও আমাদের জানান।

এ সময় ডেঙ্গু নিয়ন্ত্রণে বেশ কিছু পরামর্শ দিয়েছেন ডিএনসিসির মেয়র।

১. সবাইকে নিজেদের বাসা বাড়ির জমা পানি সরিয়ে লার্ভা ধ্বংস করতে হবে।

২. পরিত্যক্ত স্থানের এডিসের লার্ভা ধ্বংস করে ফেলুন।

৩. ডেঙ্গুর বিষয়ে সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

৪. মশার হাত থেকে বাঁচতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।

৫. বাচ্চাদের বিশেষ যত্ন নিতে হবে।

উল্লেখ্য, চলতি বছর ২২ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৬৮৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৮৬২ জন। মারা গেছেন ১৬৭ জন।

Facebook
Twitter
LinkedIn