২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ২:৩২
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ২:৩২

আমেরিকায় ঝড়ের তাণ্ডব, চীন-ভারতে ভয়াবহ বন্যা

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলজুড়ে প্রবল বাতাস ও বর্জ্রঝড়ে ২ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎবিচ্ছন্ন হয়ে পড়েছে ১০ লাখের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বিলম্বিত ও বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট। এদিকে, চীনের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার কারণে বহু কৃষিজমি প্লাবিত হওয়ায় দেশটিতে খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। অন্যদিকে, ইউনিসেফ জানিয়েছে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৭৬ শতাংশ শিশু উচ্চ তাপমাত্রার ঝুঁকিতে রয়েছে।

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বেশ কয়েকটি দেশ। সোমবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলজুড়ে প্রবল বাতাস ও বর্জ্রঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জর্জিয়া থেকে নিউইয়র্ক পর্যন্ত ঝড়ের তাণ্ডবে বহু গাছপালা  ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে। ব্যাহত হচ্ছে যাতায়াত ব্যবস্থা। ১০ লাখের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিলম্বিত ও বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট। ঝড়ের কারণে বন্ধ ছিলো ওয়াশিংটন ডিসির সরকারি দপ্তরগুলো।  

চীনের উত্তর-পূর্বাঞ্চলে কয়েকদিনের প্রবল বৃষ্টি ও বন্যার কারণে নষ্ট হয়ে গেছে বহু ফসলি জমি। ফলে খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরী হয়েছে দেশটিতে। হেবেই প্রদেশ পরিদর্শন করে বন্যা কবলিত অঞ্চলগুলোতে ত্রাণ ও দুর্যোগ পরবর্তী পুনর্গঠন জোরদারের জন্য কর্মকর্তাদের আহŸান জানিয়েছে চীনা ভাইস প্রিমিয়ার ঝাং গুওকিং। বৃষ্টিপাতের কারণে হেইলংজিয়াং প্রদেশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

অবিরাম বৃষ্টি ও ভূমিধসের কারণে ভারতের উত্তরাখণ্ডের ২০০ টিরও বেশি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। চরম বিপাকে সেখানকার জনজীবন। আগামী দুই দিন উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, সিকিম এবং উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

এদিকে, তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে তুরস্কে। বেশ কিছু স্থানে দেখা দিয়েছে খরা। ইস্তাম্বুলে পানি সরবরাহের ক্ষেত্রে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাঁধের পানির স্তর গত নয় বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। 

অন্যদিকে, সোমবার জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ার প্রায় ৭৬ শতাংশ শিশু ঝুঁকিপূর্ণ উচ্চ তাপমাত্রায় ভুগছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপসহ  দক্ষিণ এশিয়ার ৪৬ কোটি শিশুই উচ্চ তাপমাত্রার মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

Facebook
Twitter
LinkedIn