পাকিস্তানের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে পারেন দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য আনোয়ারুল হক কাকার। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
এর আগে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং জাতীয় পরিষদের বিদায়ী বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ। বৈঠকে দুই নেতা একমত হওয়ার পরই আনোয়ারুল হকের নাম ঘোষণা করা হয়।
তবে এখনও অন্তবর্তীকালীন সরকারের মন্ত্রিসভা ঘোষণা করা হয়নি। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, আগামী নভেম্বরে দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।