২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৪১
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৪১

পশ্চিমা বিশ্বকে দেখাতেই সরকারের জঙ্গি নাটক: ফখরুল

ভারতসহ পশ্চিমাবিশ্বকে দেখাতেই জঙ্গি নাটক সাজিয়ে ক্ষমতায় টিকে থাকতে সরকার ফায়দা লুটতে চাইছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২২ আগস্ট) মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল দাবি করেন, দেশে কোনো জঙ্গি নেই, বরং আওয়ামী লীগকেই জঙ্গি সংগঠন বলে আখ্যা দেন তিনি। 

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না জানিয়ে মির্জা ফখরুল আবারও হুঁশিয়ারি দেন। আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তেই হবে। গণতন্ত্র হত্যাকারী ও ফ্যাসিবাদের হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করতে তরুণদের জেগে উঠতে হবে।

এর আগে রোববার (২০ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিরোধী দলের নেতাদের নির্বাচনে অযোগ্য ও নির্বাচন থেকে দূরে রাখতে আইনি প্রক্রিয়ায় মামলা, গ্রেপ্তার ও সাজা দেওয়া হচ্ছে। সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন করার কথা বললেও নির্বাচনের অনেক আগেই প্রাক নির্বাচনী তৎপরতা শুরু করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 

বিএনপি মহাসচিব আরও বলেন, সরকার ইচ্ছে করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

Facebook
Twitter
LinkedIn