২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৩৭
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৩৭

তারেকের বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা রুলের চূড়ান্ত শুনানি আজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুলের চূড়ান্ত শুনানি আজ বুধবার অনুষ্ঠিত হবে।

এদিন বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

এর আগে, হাইকোর্টের নির্দেশে ঠিকানা সংশোধন করে তারেক রহমানের গুলশানের ঠিকানায় রুলের নোটিশ পাঠানো হয়। এছাড়া সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে এবং একটি জাতীয় দৈনিকে প্রচার করা হয়। নোটিশ পাঠানোর বিষয়টি রিট আবেদনকারীর আইনজীবীরা মঙ্গলবার আদালতকে জানালে এ বিষয়ে শুনানির জন্য বুধবার ধার্য করা হয়।

তবে বিএনপির আইনজীবীরা আদালতে বলেন, গুলশানের ঠিকানা তারেক রহমানের সর্বশেষ ঠিকানা নয়। তিনি এখন লন্ডনে, তাই ওই ঠিকানায় নোটিশ পাঠাতে হবে। আদালত তাদের এমন বক্তব্য আমলে নেয়নি।

২০১৫ সালে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার বন্ধে রিট আবেদন করা হয়। এরপর তারেকের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। এরপর দীর্ঘদিনেও রুলের শুনানি হয়নি। 

সম্প্রতি সমাবেশে তারেক রহমানের বক্তব্য প্রচার করে বিএনপি। এরপরই বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রুল শুনানির আবেদনে করেন রিটকারী আইনজীবী নাসরিন সিদ্দিকা।

Facebook
Twitter
LinkedIn