দক্ষিণ আফ্রিকার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দক্ষিণ আফ্রিকায় জাহানেসবার্গে বাণিজ্য-বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে কৃষি, তথ্য প্রযুক্তি এবং উন্নয়ন খাতে বিনিয়োগের সুযোগ আছে। এদেশে বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে। দু’দেশের ব্যবসা বাণিজ্য বাড়লে মানুষ উপকৃত হবে।
সরকারপ্রধান বলেন, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের মাঝে ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। দুই দেশের মাঝে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ হোক এটাই আমাদের প্রত্যাশা। এজন্য আমাদের সরকার সবসময় আন্তরিক।
দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীদের সাথে অংশীদারিত্ব গড়ে তুলতে বাংলাদেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।