এশিয়া কাপ শুরুর আগে ছিটকে গেলেন শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশানকা। গত শুক্রবার অনুশীলনের সময় পেশিতে চোট পান ২২ বছর বয়সী মাদুশানকা। শ্রীলঙ্কা দলের মেডিকেল কমিটির চেয়ারম্যান প্রফেসর অর্জুনা ডি সিলভা জানান, তার উন্নতি প্রত্যাশা মতো না। বিশ্বকাপের আগে মাদুশানকা ফিট হবেন কিনা তাও নিশ্চিত নয়।
এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পেসার লাহিরু কুমারাকে পাওয়া নিয়েও শঙ্কায় আছে লঙ্কানরা।
সাইড স্ট্রেইনের চোটের সঙ্গে লড়ছেন ২৬ বছর বয়সী কুমারা। লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার খেলার সম্ভাবনাও ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।
একই সঙ্গে তিন পেসারের অনুপস্থিতি শ্রীলঙ্কার বোলিং বিভাগের জন্য হবে বড় ধাক্কা। আন্তর্জাতিক ক্রিকেটে কিছুটা অভিজ্ঞতা থাকা কাসুন রাজিথা, প্রামোদ মাদুশান ও মাথিশা পাথিরানার ওপর নির্ভর করতে হবে লঙ্কানদের। আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার এশিয়া কাপ অভিযান।