২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:০২
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:০২

এশিয়া কাপ ক্রিকেটের পর্দা উঠছে আজ

পাকিস্তান-নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে আজ পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের। মুলতানে উদ্বোধনী অনুষ্ঠানের পরে আয়োজক পাকিস্তানের মুখোমুখি হচ্ছে নেপাল। 

১৫ বছর পর ঘরের মাঠে নেপালের বিপক্ষে নিজেদের জয় নিশ্চিত হবে মনে করছে পাকিস্তান। 

অন্যদিকে এশিয়া কাপে নিজেদের অভিষেক ম্যাচে বিশ্বকে চমকে দিতে মরিয়া নেপাল। এ’ গ্রুপের ম্যাচটি মুলতানে শুরু হবে আজ বুধবার বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে। 

এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন থাকবে। সংগীত পরিবেশন করবেন ভারতীয় কিংবদন্তি শিল্পী এ আর রহমান ও পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। এ ছাড়া থাকবে ঐতিহ্যবাহী এশিয়ান সংগীত ও নৃত্য পরিবেশনা। থাকছে মনোমুগ্ধকর আতশবাজি। 

এবারে পাকিস্তানের পাশাপাশি শ্রীলংকাও আয়োজকের ভূমিকা পালন করছে। এ-গ্রুপের আরেক দল ভারত। ছয় দলের আসরে বি-গ্রুপে সহ-আয়োজক শ্রীলঙ্কার সঙ্গী বাংলাদেশ ও আফগানিস্তান। 

এদিকে, ভারত আগেই জানিয়ে দেয়, পাকিস্তানে খেলতে যাবে না। এতে ‘হাইব্রিড’ মডেলে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কায়। মোট ১৩ ম্যাচের ৪টি মাত্র পাকিস্তানে! ১৭ সেপ্টেম্বর ফাইনালের ভেন্যু শ্রীলঙ্কার কলম্বো।

উল্লেখ্য, এশিয়া কাপ দিয়ে দীর্ঘদিন পর বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। 

Facebook
Twitter
LinkedIn