২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:০৪
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:০৪

ব্যালন ডি’অর সংক্ষিপ্ত তালিকায় মেসি ও হালান্ড

এই বছরের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এবং ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড। তবে ২০ বছরের মধ্যে এই প্রথম ৩০ জনের প্রাথমিক তালিকায় জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর।

আর্জেন্টিনাকে গত বছর বিশ্বকাপ জেতানোর মেসি এর আগে সাতবার ব্যালন ডি’অর জেতেন। সম্প্রতি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে চলে যাওয়া মেসি ৮ম বারের মতো এই পুরস্কার জেতার দৌড়ে আছেন। যেখানে আছেন রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি আরবের ক্লাবে চলে যাওয়া করিম বেনজামাও। .

তবে নরওয়ের হালান্ডই এই পুরস্কারের জন্য অনেকটা এগিয়ে থাকবেন। গত মৌসুমে ৫৩ বলে ৫২ গোল করেন এই ফরোয়ার্ড। ম্যানচেস্টার সিটির হয়ে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ। কদিন আগে উয়েফার বর্ষসেরা ফুটবলারও হয়েছিলেন তিনি।

৩০ জনের তালিকায় আছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপে, সিটির কেভিন ডি ব্রুইনারা। আগামী ৩০শে অক্টোবর প্যারিসে বিজয়ীর নাম জানানো হবে।

Facebook
Twitter
LinkedIn