এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে আগে বোলিং করছে বাংলাদেশ। টিকে থাকার লড়াইয়ে শনিবার কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
সুপার ফোরের প্রথম ম্যাচে হারায় ফাইনালে যেতে হলে আজ লঙ্কানদেও বিরুদ্ধে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের কাছে। এমন ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। আফিফের পরিবর্তে দলে নেওয়া হয়েছে স্পিনার নাসুম আহমেদকে।
বাংলাদেশ দল: মোহাম্মদ নাইম, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।
শ্রীলঙ্কা দল: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসাল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথ ওয়েললাগে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।