২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:৪৭
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:৪৭

জাহিদ হাসানের জন্মদিন আজ

দুই দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছেন জাহিদ হাসান। ভিন্নধর্মী চরিত্র নিয়ে ছোট থেকে বড় পর্দায় নিজেকে হাজির করেছেন অনন্য উচ্চতায়। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি কুড়িয়েছেন বিভিন্ন ছোট-বড় পুরস্কার।

আজ বুধবার (চৌঠা অক্টোবর) বরণ্য এ অভিনেতা  জন্মদিন। ৫৬ বছরে পা রাখলেন এই অভিনেতা। এই বয়সেও সব চরিত্রে তিনি দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। 

১৯৬৭ সালের আজকের এই দিনে সিরাজগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা ইলিয়াস উদ্দিন তালুকদার ছিলেন একজন কাস্টম কর্মকর্তা ও মা হামিদা বেগম ছিলেন একজন গৃহিণী। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে জাহিদ হাসান সবার ছোট। ৯০ দশক থেকে দেশের প্রথমসারির অভিনেতাদের একজন তিনি। 

অভিনয় জীবনের শুরু থেকে ভিন্নধর্মী নাটক ও চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ তার অভিনীত অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র। এই চলচ্চিত্রে মতি চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া পুরান ঢাকার বিভিন্ন ঐতিহ্যবাহী চরিত্র ‘আরমান ভাই’ বেশ জনপ্রিয়। 

নির্মাতা হিসেবে এই নাম কুড়িয়েছেন এই অভিনেতা। তার পরিচালত দু’টি ধারাবাহিক নাটক হচ্ছে ‘লাল নীল বেগুনি’ ও ‘টোটো কোম্পানি’। 

ব্যক্তিগত জীবনে মডেলকন্যা সাদিয়া ইসলাম মৌ-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান রয়েছে। মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি ঢাকায় বসবাস করেন। তার ‘পুস্পিতা প্রডাকশন লিমিটেড’ নামক একটি প্রযোজনা সংস্থা রয়েছে।

Facebook
Twitter
LinkedIn