সাঈদ ইবনে হানিফ ] বাঘারপাড়ার বাগডাঙ্গা গ্রামের মালোপাড়ায়- মন্দির নির্মাণ কাজ পরিদর্শন করেছেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান সরদার । ৯ অক্টবর (সোমবার) দুপুরে তিনি ওই মন্দির নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে দেখার জন্য সেখানে যান। এসময় তার সাথে ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান বিপ্লব । ইউপি চেয়ারম্যান বলেন, বাগডাঙ্গা গ্রামের মালোপাড়ার পুঁজা উদযাপন কমিটির দাবি ছিল মন্দির নির্মাণ কাজে আর্থিক সহযোগিতা করার। তাদের দাবি অনুযায়ী ইউনিয়ন পরিষদের বিশেষ তহবিল থেকে ইতোমধ্যে সেখানে একটি মন্দির নির্মাণ কাজের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয় । দূর্গাপুজা আসন্ন তাই মন্দির নির্মাণ কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেন ইউপি চেয়ারম্যান । এসময় সেখানে মালোপাড়ার বিশিষ্ট গুনিজন খ্যাত স্বপন কুমার বিশ্বাস সহ মন্দির কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । মালোপাড়ার বেশ কয়েকজন নবীন ও প্রবীণ ব্যাক্তির সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ বছর ধরে তাদেরকে একটি ভালো মন্দির ঘরের অভাবে দূর্গাপুজা সহ অন্যান্যে পুঁজা আর্চনা করতে নানা বিড়ম্বনায় পড়তে হয়েছে । তারা বলেন, অন্যান্যে পুজার ক্ষেত্রে বেশিরভাগ সময় যেসব প্রতিমা সংরক্ষণ করতে হয় , বর্তমান চেয়ারম্যানের সহযোগিতায় মন্দিরটি পূনঃ নির্মান হলে তাদের কে আর সেই বিড়ম্বনায় পড়তে হবে না ।