২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ২:৪৬
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ২:৪৬

বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে বাংলাদেশের। কিন্তু বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি সাকিবরা। এবার প্রতিপক্ষকে আটকে রাখা যাচ্ছেনা।

মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে পেসারদের বেশ দেখেশুনেই খেলছেন দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। সময় গড়ালে পিচে থিতু হবার পথে এগোচ্ছেন এই দুই ব্যাটার। ৩১ ওভার শেষে এক উইকেট হারিয়ে করেছে ১৯৩ রান করেছে তারা। 

শুরুর দিকে মুস্তাফিজের দুর্দান্ত কয়েকটি বাউন্সার সম্ভাবনা জাগালেও প্রথম পাওয়ারপ্লেতে শেষ পর্যন্ত উইকেটের দেখা পায়নি বোলাররা।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে এদিনও টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে নেই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে দলে ফিরেছেন শেখ মাহেদি হাসান।

Facebook
Twitter
LinkedIn