২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১১:২৮
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১১:২৮

নৌকার মাঝিকে নিজ অর্থায়নে জমি উপহার দিলেন – এম পি রনজিত রায়


সাঈদ ইবনে হানিফ ]–
নেই মাথা গোঁজার ঠাঁই। অভাবের সংসারে পরিবার পরিজন নিয়ে কোন রকম খেয়ে না খেয়ে দিন চলে তার। সারাদিনে নৌকা বেয়ে যা আয়রোজগার তাই নিয়ে ফেরেন জীর্ণ কুঠিরে। কিন্তু রাতে ঘুম হয়নি কতদিন কারণ ভাবতেন এই জীবনে বুঝি একখন্ড জমির মালিক হতে পারবোনা । বলছিলাম, যশোরের অভয়নগর উপজেলার হতদরিদ্র এক নৌকার মাঝি মুজিবুর রহমানের কথা । অবশেষে তিনি একখন্ড জমির মালিক হয়েছেন। সম্প্রতি যশোর ৪ – আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় (এমপি) তার নিজ অর্থায়নে ৬শতক জমি কিনে ওই মাঝির হাতে দলিল হস্তান্তর করেছেন। রোববার বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট হলরুমে অভয়নগর উপজেলা যুবলীগ ও নওয়াপাড়া পৌর যুবলীগের আয়োজনে তিনি ওই দরিদ্র মাঝি মুজিবুর রহমানের হাতে জমির দলিল হস্তান্তর করেন। জমির দলিল হস্তান্তর কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে (নৌকার) মাঝি মুজিবুর রহমানের হাতে তুলে দেন। সংসদ সদস্যের এমন মহৎ কাজে সন্তুষ্টি প্রকাশ করেছেন, স্থানীয় দলীয় নেতাকর্মী ও সচেতন মহল । সময় উপস্থিত ছিলেন,অভয়নগর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও নওয়াপাড়া ৩নং ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন,যুগ্ম আহবায়ক অর্জুন সেন,প্রসেনজিৎ দাস সঞ্জিত,নওয়াপাড়া পৌর যুবলীগের আহবায়ক হাসান গাজী,যুগ্ম আহবায়ক বিল্লাল আহমেদ বাবু,অলিয়ার রহমান,আব্দুল্লাহ বিশ্বাস সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দীর্ঘ বছর পর একখন্ড জমির মালিক হতে পেরে একপ্রকার আবেগ উৎফুল্ল হয়ে পড়েন মাঝি মুজিবুর রহমান ।এসময় তিনি তার অনুভূতির কথা ব্যাক্ত করতে গিয়ে কেঁদে ফেলেন এবং সংসদ সদস্যের এই মহত কাজের জন্য তার দীর্ঘায়ু কামনা করেন ।

Facebook
Twitter
LinkedIn