২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:৩৮
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:৩৮

হাসপাতালে হামলা চালিয়েছে ইসরাইল

ফিলিস্তিনের গাজায় আরও একটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ফিলিস্তিনি শাখার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

গত ১৩ দিন থেকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। চলমান এ উত্তেজনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে সাড়ে তিন হাজার ফিলিস্তিনি ও ১৪’শ ইসরাইলি।  

এছাড়া, অধিকৃত পশ্চিমতীর ও রামাল্লায় সেনা অভিযান চালিয়েছে ইসরাইল। বুধবার রাতভর ইসরাইলের হামলায় সেখানে প্রাণ হারিয়েছে অনেকে। এছাড়া, লেবাননের হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার সকালে লেবাননে দুইটি গ্রামে হামলা চালানো হয়েছে বলে  জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। 

এদিকে, গাজায় ভয়াবহ হামলা চালানোর জেরে ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা দিতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন- ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। বুধবার সৌদি আরবের জেদ্দায় ওআইসি’র বৈঠকে ইসরাইলের কাছে তেল বিক্রি বন্ধের পাশাপাশি অন্যান্য দেশে থাকা তেল আবিবের রাষ্ট্রদূতদের বহিষ্কারের আহ্বান জানায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী। 

Facebook
Twitter
LinkedIn