৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ২:৪৬
৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ২:৪৬

সূচক পতনে লেনদেন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেননদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা ১০টা ৫২ মিনিট পরযন্ত ডিএসইতে ১১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হযেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক  ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১০২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে  অবস্থান করছে এক হাজার ১৭৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩  পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে  ৮৯টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সিএসইতে টাকার অংকে ৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook
Twitter
LinkedIn