আরো একটা বিশ্বকাপ, আরো একবার মাহমুদউল্লাহর ব্যাটে সেঞ্চুরি। এই নিয়ে তিন-তিনটা, তার থেকে বেশি বাংলাদেশের পক্ষে নেই আর কারো! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ বলে এই ম্যাজিক্যাল ফিগারে পৌঁছান মাহমুদউল্লাহ।
অথচ বিশ্বকাপে জায়গা পাবেন কিনা, কতো প্রশ্ন মাহমুদউল্লাহকে নিয়ে। কতো টানা-হেচড়া। একাদশে জায়গা পাওয়া নিয়েও ছিল শঙ্কা। এমনকি দ্বিতীয় ম্যাচে বাদও পড়ে যান ইংল্যান্ডের বিপক্ষে। তবে ফিরেই যেন স্বরূপে মাহমুদউল্লাহ, আগের দুই ম্যাচে চল্লিশোর্ধ রানের ইনিংসের পর এবার একেবারে তিন অংকের ঘরে।
বাংলাদেশের ইনিংসটা এদিন মাহমুদউল্লাহময়। যখন মাঠে নামেন, ১১.৫ ওভারে ৪২ রানে ৪ উইকেট নেই দলের। খানিকবাদে যা পৌঁছায় ৮৮/৬ এ। সেখান থেকে লোয়ারঅর্ডারদের নিয়ে টেনেছেন দলকে যেমন, তেমনি নিজের ইনিংসটাও করেছেন সমৃদ্ধ।
সব অপবাদ, অপমান আর প্রশ্নের জবাবদিহিতা যেন এখানেই। সব উত্তর যেন দিলেন ব্যাট হাতেই। বাতিলের পাতা থেকে রেকর্ডের খাতায়। মাহমুদউল্লাহর এই শতক মনে রাখতেই হবে।