একদিকে আওয়ামী লীগ যখন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানাচ্ছে অন্যদিকে বিএনপিসহ বিরোধী দলগুলো তফসিল ঘোষণা না করতে হুঁশিয়ারি দিচ্ছে। আবার সারাদেশজুড়ে চলছে বিএনপি-জামায়াতের অবরোধ। এমন পরিস্থিতিতে তফসিল ঘোষণা হবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় থাকলেও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ‘উপযুক্ত পরিবেশ আছে বলেই তফসিল দেওয়া হচ্ছে।’
বুধবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচনের সার্বিক প্রেক্ষাপট ও প্রস্তুতি তুলে ধরতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বেধে দেওয়া সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ইসি। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বারবার বলেছেন।’