আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো চেষ্টা হলে কঠোর হবে পুলিশ
সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি–জামায়াতের চলমান অবরোধের মধ্যে বুধবার ঘোষণা হতে যাচ্ছে আসন্ন নির্বাচনের তফসিল। সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আসন্ন তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে যান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি নির্বাচন কমিশনের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথাও বলেন।