মহাজোট নয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। আজ সোমবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
এসময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছে জাতীয় পার্টি। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্বাচনি আস্থা এখনও আসেনি। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। মহাজোটে নয়, এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি।’
জাতীয় পার্টিতে কোনো বিভাদে আছে কি–না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দলটির মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ দল।’
নির্বাচন নিয়ে আওয়ামী লীগ-বিএনপিকে সংলাপে বসারও আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকারি দল ও বিএনপি কেউ আগ্রহী নয় সংলাপে, তবে এখনও সময় আছে আলোচনায় বসার।’