আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিতে চাইলে নির্বাচনী তফসিল রিশিডিউল (পুনঃতফসিল ঘোষণা) করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে নির্বাচনের দিনক্ষণ পেছানোর সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। রোববার এক মন্তব্যে এসব কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।
প্রধান নির্বাচন কমিশনার প্রশ্ন রাখেন, ‘প্রশাসনের রদবদল কোন নির্বাচন কমিশন করেছিল? এখতিয়ার অতিক্রম করে নির্বাচন কমিশন কোনো কিছু করবে না।’
বিএনপির নির্বাচনে আসার এখনো সুযোগ আছে বলে জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে এলে জাতির জন্য সৌভাগ্য হবে। ইসি নির্বাচন অংশগ্রহণমূলক চায়।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো আচরণবিধি প্রয়োগের সময় আসেনি বলেও জানান কাজী হাবিবুল আউয়াল
এর আগে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘আমরাও চাই, দেশের জনগণও চায় শতভাগ রাজনৈতিক দলের অংশগ্রহণ। কিন্তু ওনাদের (বিএনপির) এজেন্ডা একটু আলাদা। এই জিনিসটা সংবিধানের মধ্যে নেই, তা আমাদের কাজ না। এটা রাজনৈতিক দলের মধ্যে বসে যেটা সিদ্ধান্ত নিবে সেটাই আমরা স্বাগত জানাব। আমার আত্মাটা তৃপ্তি পাইতো যদি নির্বাচনে সবাই আসত।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গতকাল শনিবার বিকেলে ঝালকাঠির জেলা প্রশাসক কার্যালয়ে ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সঙ্গে দিকনির্দেশনামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি হাবিব এসব কথা বলেন।
বে এর আগে গত শুক্রবার নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা জানিয়েছিলেন, নির্বাচনের তারিখ পেছানোর কোনো সম্ভাবনা নেই। গত শুক্রবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে চার জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি জানান, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।