জাতীয় সংসদের গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
আজ বুধবার (২৯ শে নভেম্বর) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর চাচাতো ভাই ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মনোনয়নপত্র জমা দেন।
টুঙ্গীপাড়া ও কোটালিপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর উত্তরসূরি হিসেবে এই আসন থেকে নির্বাচনে লড়ে আসছেন শেখ হাসিনা। এদিকে, মনোনয়নপত্র জমা দিয়ে শেখ হেলাল প্রধানমন্ত্রীর জন্য সবার কাছে ভোট চান।
এসময় তিনি বলেন, শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় আছে দেশবাসী।