২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১০:৫৪
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১০:৫৪

বাঘারপাড়ার রাধানগরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত


” সাঈদ ইবনে হানিফ ঃ বাঘারপাড়া উপজেলার রাধানগর গ্রামে (মরিচ) চাষিদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২৩/২৪ অর্থ বছরে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত এবং বাঘারপাড়া উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে – ৩ ডিসেম্বর বিকেলে গ্রামের প্রায় শতাধিক চাষিদের সাথে নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে, এই কৃষি মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাম্মত সায়েদা নাছরিন জাহান, বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরুণ কুমার রায় । চাষিদের মধ্যে ছিলেন, প্রদর্শনী চাষি মোঃ আনোয়ার হোসেন, স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমান, কীটনাশক ও সার ব্যাবসায়ী আবদুল কাদের, গ্রাম ডাক্তার রফিকুল ইসলাম, কৃষক ফছিয়ার রহমান, কৃষক আব্দুল মজিদ, রুবেল হোসেন, সহ কৃষি উদ্ব্যোক্তাগন । এসময় কৃষি কর্মকর্তা অতিথিবৃন্দ উপস্থিত মরিচ চাষিদের চাষাবাদ পদ্ধতি সহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন। চাষিদের উদ্দেশ্য তিনি বলেন, মরিচ একটি লাভ জনক ফসল । বছর জুড়ে মরিচের চাহিদা থাকে। তাই, অনুকূল আবহাওয়া এবং ভালো তদারকির মাধ্যমে মরিচের উাৎপাদন বৃদ্ধি করতে পারলে চাহিদা পূরণের পাশাপাশি কৃষক ও লাভবান হবে।

Facebook
Twitter
LinkedIn