ঘন কুয়াশায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে মেঘনায় ইলিশা থেকে ঢাকাগামী সুরভী-৮ ও ঢাকা থেকে চরফ্যাশন গামী টিপু-১৪ লঞ্চের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুরভী-৮ লঞ্চের এক যাত্রী মারা যায়।
সুরভি ৮ লঞ্চটি ভোলার ইলিশা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। অপরদিকে টিপু-১৪ লঞ্চটি ঢাকা থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসে। সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মেঘনা নদীর হাইমচর এলাকায় ঘন কুয়াশায় দুটি লঞ্চের মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। সুরুভি ৮ লঞ্চের মাস্টার জানান, ঘন কুয়াশায় তারা ঢাকা থেকে আসা টিপু-১৪ লঞ্চটি দেখতে পাননি। এ কারণে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন যাত্রী মারা যান। উভয় লঞ্চের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
বরিশাল নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর জানান, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন যে যাত্রী মারা গেছে ওই যাত্রী সুরভি-৮ লঞ্চে ছিলেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।