ক্ষমতায় আসার তিন বছরের মাথায় মারা গেছেন কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–সাবাহ। শনিবার তিনি মারা যান বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন থেকে জানানো হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–সাবাহর মৃত্যুর কারণ এখনো জানানো হয়নি। শুক্রবার দিবাগত রাতে তাঁর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে আমিরের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছিল।
তেল উৎপাদনকারী উপসাগরীয় দেশ কুয়েত আমেরিকার মিত্র রাষ্ট্র হিসেবেই পরিচিত। সৌদি আরব ও ইরাকের সঙ্গে তাদের সীমান্ত রয়েছে।