আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৯ জানুয়ারি পর্যন্ত সারাদেশে আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (২২ ডিসেম্বর) এ বিষয়ে মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত একটি গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করে হয়। আদেশ লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী, দেশে ৫০ হাজার ৩১০টি বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এর মধ্যে ৪৫ হাজার ২২৬টি ব্যক্তিমালিকানাধীন এবং পাঁচ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের কাছে।