বিশিষ্ট শিল্পপতি সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সোমবার (২৫ শে ডিসেম্বর) ভোর চারটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ আসর গেন্ডারিয়া ধুপখোলা মাঠে তার জানাজা হবে বলে মরহুমের পরিবার সূত্রে জানা গেছে।
সিটি গ্রুপ বাংলাদেশের একটি বৃহত্তম শিল্পসংস্থা। ১৯৭২ সালের ফেরুয়ারি মাসে সিটি অয়েল মিলস নামে সরিষার তেল উৎপাদন কোম্পানি হিসাবে নিজেদের কার্যক্রম শুরু করে। ফজলুর রহমানের হাত ধরে যাত্রা শুরু করা সিটি অয়েল মিলের প্রথম প্রকল্পটি অত্যন্ত ব্যবসা সফল হলে গ্র“পটি নতুন ক্ষেত্রে বিনিয়োগ করা শুরু করে।
৯০ দশকের গোড়ার দিকে এসব প্রকল্প হাতে নেওয়া হয়। খুব দ্রুত বাড়তে থাকে কোম্পানিটির বিভিন্ন প্রতিষ্ঠানের শাখা প্রশাখা। পরে মুদ্রণ ও প্যাকেজিং, শিপিং, শক্তি এবং জ্বালানি খাত, শেয়ার এবং সিকিওরিটিস, বিমা, মিডিয়া, স্বাস্থ্যসেবাসহ নানা খাতে বিনিয়োগ করে কোম্পানিটি।