বিদায়ী বছরে থেকে থেকে প্রায় পুরো সময়েই বাজারে উত্তাপ ছড়িয়েছে দ্রব্যমূল্যের দাম। হঠাৎ করেই নিত্যপ্রয়োজনীয় পণ্য, মাছ, মাংস, ডিম ও শাক-সবজির দাম বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। একপর্যায়ে ডিম, আলু ও পেঁয়াজের দামও নির্ধারণ করে দিতে হয়েছে সরকারকে। এরপরও বাজার নিয়ন্ত্রণ করা যায়নি। একমাত্র দাওয়াই হিসেবে সামনে এসেছে আমদানি। আমদানির পর দাম কিছুটা কমলেও স্বস্তি মেলেনি সাধারণ মানুষের। তবে বর্তমানে শীতকালীন সবজি বাজারে আসায় এবং ঘোষণা দিয়ে গরুর মাংসের কেজিপ্রতি দাম ২০০ টাকা কমানোয় কিছুটা স্বস্তি মিলেছে সাধারণ মানুষের।