২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:২৩
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:২৩

রাজধানীর সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে ওই হাসপাতালে ভাঙচুর করেছে রোগীর স্বজনরা।

মঙ্গলবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। স্বজনরা হাসপাতালের আসবাবপত্র ও জানাল-দরজার কাঁচ ভাঙচুর করে। এক পর্যায়ে হাসপাতাল থেকে চিকিৎসক ও নার্সরা পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, রবিবার সেগুনবাগিচার ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৭০) মনোয়ারা হাসপাতালে ভর্তি হন। হাঁটুতে সমস্যা নিয়ে হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের অধ্যাপক ইসহাকের অধীন তিনি ভর্তি হন। মঙ্গলবার বিকালে তার হাঁটুতে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশন চলাকালে রোগীর সেখানেই মৃত্যু হয়। এই খবর পেয়ে রোগীর আত্মীয়-স্বজনরা উত্তেজিত হয়ে পড়েন। তারা ভুল চিকিৎসার অভিযোগ এনে হাসপাতালে ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ওসি আরো বলেন, এ ঘটনা রোগীর স্বজনরা যদি কোনো অভিযোগ দেন, সেক্ষেত্রে আইনগত বিষয়টি খতিয়ে দেখে মামলা হিসাবে গ্রহণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn