দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল না আসায় অসম্পূর্ণতা থেকে গেল বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজসভা কক্ষে আজ বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
ইসি রাশেদা সুলতানা বলেন, সবাই ভোটে আসলে নির্বাচন পূর্ণতা পেতো। রাজনৈতিক বিভাজনের কারণে এটা হয়েছে, ইসির কোন দায় নেই।
তিনি বলেন, নির্বাচন চলাকালে যেকোনো অনিয়ম দেখলেই অ্যাকশনে যাওয়া হবে। প্রয়োজনে ভোট বাতিল করা হবে। কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে ইসি রাশেদা বলেন, জনগণের চাওয়া সেনাবাহিনী নামুক। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার জন্য তাদের নামানো হয়েছে। ভোট উৎসবমুখর হবে।
বিএনপি নেতাদের জেলে রাখার বিষয়ে তিনি বলেন, এটি পলিটিক্যাল বিষয়। কেউ নির্বাচনে না আসলে তাদের ব্যাপার। তবে ভোটকে প্রতিহত করা অসাংবধানিক কাজ।