দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার শেষ দিন আজ। আগামীকাল শুক্রবার সকাল ৮টার পর আর কোনো প্রার্থী প্রচারণা চালাতে পারবেন না। শেষ দিনে তাই রাজধানীসহ সারাদেশে প্রার্থীদের দম ফেলার ফুসরত নেই। সংসদীয় আসনগুলো জমে উঠেছে তাদের গণসংযোগে। ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা।
শেষ দিনে দেশের সব সংসদীয় আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণার দৌঁড়-ঝাপ। ভোটের মাঠে কর্মী সমর্থকদের উত্তাপ আরও ছড়িয়ে পরেছে। পৌষের শীত উপেক্ষা করে শেষ দিনের মত ভোটারদের কাছে ভোট প্রার্থনার সুযোগ কাজে লাগাচ্ছেন প্রার্থীরা।
বৃহস্পতিবার সকালে ঢাকার জুরাইন এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন। বর্তমান পরিস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোট হবে বলে আশা তার।
রাজধানীর হাজারীবাগ-জিগাতলা এলাকায় গণসংযোগ করছেন ঢাকা ১০ আসনে নৌকার প্রার্থী চিত্র নায়ক ফেরদৌস। নৌককে জয়ী করতে জনগণের কাছে কেন্দ্রে এসে ভোট দেয়ার আহব্বান জানান তিনি।
মাগুরায় শেষমুহূর্তে নিবাচর্নী প্রচারণা জমে উঠেছে। মাগুরা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান শীত উপেক্ষা করেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
ঝিনাইদহ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী শফিকুল আজম খাঁনের নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর উপজেলার হাইস্কুল মাঠে এ জনসমাবেশে বিপুল মানুষ ভিড় জমায়।
শেরপুরে তিনটি আসনে শেষ দিনের নির্বাচনী প্রচারণায় সরগরম শহর গ্রাম আর পাড়া-মহল্লা। শেরপুর-১ আসনে নৌকার প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া লিটন গণসংযোগ করেন ট্রাক প্রতীক নিয়ে।
এছাড়া ফরিদপুর-২ আসনের নৌকার প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।