২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:৪১
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:৪১

আলহাজ্ব এনামুল হক বাবুল নৌকা প্রতীক নিয়ে বেসরকারি ভাবে বিজয়ী “

যশোর ৮৮-৪ ( বাঘারপাড়া -অভয়নগর) আসনে আলহাজ্ব এনামুল হক বাবুল নৌকা প্রতীক নিয়ে বেসরকারি ভাবে বিজয়ী “
সাঈদ ইবনে হানিফ ]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৮- যশোর ৪ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে আলহাজ্ব (এনামুল হক বাবুল) বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন বলে জানা গেছে । প্রাথমিক ভাবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জানা গেছে, যশোর ৪ আসনে মোট ৬ জন প্রার্থী অংশ গ্রহণ করলেও শেষ পযর্ন্ত ঈগল প্রতীকের রণজিৎ কুমার রায় ভোটের মাঠ থেকে সরে যান। ফলে ৫ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বীতা শুরু হয়। প্রথম দিকে ভোটের মাঠে তেমন ভোটার উপস্থিতি না থাকলেও শেষের দিকে বেশকিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে । দুই উপজেলা এবং একটি ইউনিয়ন নিয়ে গঠিত যশোর ৪ আসন। এর মধ্যে বেশি ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে অভয়নগর উপজেলার বিভিন্ন কেন্দ্রে । এই আসনের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি । শেষ পযর্ন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে । এই পর্যন্ত নির্বাচন অফিস সূত্রের আংশিক ঘোষিত ফলাফলের ভিত্তিতে জানা গেছে, ৮০ টি কেন্দ্রের মোট প্রাপ্ত ভোট ১২৫১৫০ । এর মধ্যে এ্যাড, জহিরুল হক জহির লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৫২১৬ ভোট, ঈগল প্রতীকে পড়েছে ৩০১ ভোট । নোঙর প্রতীকের সুকৃতি মন্ডল পেয়েছে ২৪৪ ভোট । সোনালী আশের এম সাব্বির আহমেদ পেয়েছে ১২১৮ ভোট । মিনার প্রতীকের ইউনুস আলি — পেয়েছেন ২৩৭৫ ভোট । এবং নৌকা প্রতীকের আলহাজ্ব এনামুল হক বাবুল পেয়েছেন ১১৫৬০১ ভোট ।

Facebook
Twitter
LinkedIn