ভুটানের জাতীয় নির্বাচনে লোটে শেরিংকে হারিয়ে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে বিজয়ী হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগের দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। ভুটানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, মঙ্গলবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত ২০২৪ জাতীয় নির্বাচনে ৩০ টি আসন নিয়ে বিজয়ী হয়েছে পিডিপি।
প্রথম দফায় বিজয়ী পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) ও প্রধান প্রতিদ্বন্দ্বী ভুটান টেনড্রেল পার্টি (বিটিপি) মঙ্গলবার দ্বিতীয় দফায় ভোটে অংশ নেয়। বুধবার ভুটানের নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে বলে জানা যায়। তবে বেসরকারিভাবে মোট ৪৭টি আসনের মধ্যে ৩০টি আসন পেয়েছে পিডিপি আর ক্ষমতাসীন ভুটান টেন্ড্রেল পার্টি (বিটিপি) পেয়েছে ১৭টি আসন।
আশা করা হচ্ছে শেরিং তোবগে দ্বিতীয়বারের মত দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ২০০৮ সালে ভুটানে প্রথম সাংবিধানিক নির্বাচনের পর প্রথম বিরোধী দলীয় নেতা ছিলেন তোবগে। এরপর ২০১৩-২০১৮ সালপর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন শেরিং।