২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১:৪৬
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১:৪৬

কলম্বিয়াকে হারিয়ে শীর্ষে ব্রাজিল

প্যারিস অলিম্পিক-২০২৪ শুরু হতে এখনও প্রায় ৬ মাস বাকি। তবে এরই মধ্যে দক্ষিণ আমেরিকার প্রাক বাছাইপর্ব শুরু হয়েছে। যেখানে ‘এ’ গ্রুপে কলম্বিয়াকে সহজেই হারিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল।

শনিবার (২৭ জানুয়ারি) ভোরে ব্রিগিদো ইরিয়ারতে জাতীয় স্টেডিয়ামে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ব্রাজিল।

এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে ব্রাজিল। তবে প্রত্যাশিত গোলের দেখা পেতে ম্যাচের ৩০তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সেলেসাওদের। এন্দ্রিকের গোলে লিড নেয় ব্রাজিল।

গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে কলম্বিয়া। এরপর একাধিক কাউন্টার অ্যাটাক করলেও সেলেসাওদের শক্তিশালী রক্ষণভাগের কাছে পাত্তাই পায়নি তারা। এতে ১-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে সেলেসাওরা।

বিরতি থেকে ফিরে কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধেও কলম্বিয়ান জালে ঠিকই বল পাঠিয়েছে সেলেসাওরা। এতে ২-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে চূড়ান্ত বাছাইপর্বে খেলা নিশ্চিত করেছে তারা।

এই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা। ‘এ’ গ্রুপে বাকি চার দলের মধ্যে দুইয়ে ইকুয়েডর, তিনে ভেনেজুয়েলা, এরপর কলম্বিয়া ও বলিভিয়া রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ দক্ষিণ আমেরিকা অলিম্পিক প্রাক বাছাইপর্বে ১০ দল খেলছে। সেখান থেকে আসন্ন প্যারিস অলিম্পিকের মূল আসরে দুটি দল জায়গা পাবে।

Facebook
Twitter
LinkedIn