২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১:৪৯
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১:৪৯

সবার আগে সেরা একাদশ গঠন করবো: লিপু

কিভাবে ক্রিকেটার নির্বাচন করবেন, তার দল সাজানোর কৌশলটা হবে কেমন, নতুন প্রধান নির্বাচক হবার পর আজ মঙ্গলবার দুপুরে বিসিবিতে প্রথম এসেই তা জানিয়ে দিলেন গাজী আশরাফ হোসেন লিপু।

জাতীয় দলের প্রথম ওয়ানডে অধিনায়ক বলেন, ‘যখন দল নির্বাচন করবো, তখন সবার আগে সেরা ১১-১২ নির্বাচন করবো। তারপর বাকি তিনজন নির্বাচন করবো, যাতে খুব ভালো কনসেপশন থাকে।’

ভাববেন না, এটুকুই শুধু গাজী আশরাফ হোসেন লিপুর পরিকল্পনা। সেই খেলোয়াড়ি জীবন থেকে শুরু। অধিনায়ক, ক্রিকেট ম্যানেজার, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান যখনই যে দায়িত্ব পেয়েছেন, লিপু বরাবরই ‘ক্যালকুলেটিভ।’

ভেবেচিন্তে ও হিসেব করে আগানোই তার স্বভাব। তাই জাতীয় দলের ব্যাটার নির্বাচনেও একটি নির্দিষ্ট ছক অনুসরণ করার পক্ষে লিপু। তিনি চান, যে ব্যাটার ঘরোয়া ক্রিকেটে যেখানে খেলে সফল, যার ব্যাট যত নম্বর পজিশনে হাসে, তাকে জাতীয় দলেও ঠিক সেখানেই খেলাতে।

লিপু বলেন, ‘লাস্ট ইয়ারে ব্যাটিং অর্ডার-আমরা দেখেছি যে আপস অ্যান্ড ডাউন অনেক বেশি হয়েছে। সেই জায়গাতে সেই খেলোয়াড় যদি সফল না হয়, তাহলে বিকল্প একজন খেলোয়াড় সেখানে সুযোগ পেতে পারে। এবং প্যারালালি চাইবো ওই ক্রিকেটার বা ব্যাটার ঘরোয়া ক্রিকেটেও একই পজিশনে যেন ব্যাট করে।’

Facebook
Twitter
LinkedIn