জার্মানিতে একটি মসজিদের ইমামকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন জার্মানিতে পাকিস্তানের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ ফয়সাল। নিহত ইমাম শহীদ নাওয়াজ পাকিস্তানি বংশোদ্ভূত ছিলেন।
ড. মোহাম্মদ ফয়সাল একটি টুইটার পোস্টে জানান, গত সোমবার এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। জার্মান পুলিশ ঘটনার বিষয়ে অনুসন্ধান করছে। হামলাকারীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে।
২৬ বছর বয়সী ইমাম শহীদ নাওয়াজের জন্ম পাকিস্তানের গুজরাট শহরে। তিনি স্টুটগার্টের স্থানীয় একটি মসজিদের সহকারী ইমাম ছিলেন।
স্টুটগার্ট পুলিশ জানায়, অজ্ঞাতনামা হামলাকারীরা নাওয়াজ ও তার স্ত্রীকে ধারালো ধাতব বস্তু দিয়ে জখম করে। ফিলস নদী পার হওয়ার সময় নাওয়াজ দম্পতি এই হামলার শিকার হন।
পুলিশের বক্তব্য অনুসারে, জরুরি সাড়া দানকারীরা তাৎক্ষণিকভাবে ঘটাস্থলে উপস্থিত হন। নাওয়াজ ঘটনাস্থলেই মারা যান এবং স্ত্রীকে রাস্তায় অচেতন অবস্থায় পাওয়া যায়। স্ত্রীর অবস্থা এখনো আশঙ্কাজনক।
হামলাকারীদের আটক করতে স্টুটগার্ট পুলিশ হেলিকপ্টার ব্যবহার করছে। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
সূত্র : ইসলামিক ইনফোরমেশন