২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৩৪
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৩৪

গাজীপুরে ট্রাকচাপায় নিহত চার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় অটোরিকশার চারযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহতরা হচ্ছেন- কালিয়াকৈর উপজেলার ভাউমান টালাবহ গ্রামের ইয়াকুব আলীর ছেলে মফজেল হোসেন (৬৫), একই এলাকার আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও হাসেম আলীর ছেলে শওকত আলী (৫২) আরেক জনের নাম জানা যায়নি।  

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুর নামক স্হানে টাঙ্গাইল মুখী সার্ভিস লেনে ট্রাক ব্যাটারী চালিত অটোরিকশার পেছনে ধাক্কা দিলে অটোরিকশার চালকসহ ৫ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর একজনকে ঢাকায় পাঠানোর পথে তার মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Facebook
Twitter
LinkedIn