২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৯:৫৮
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৯:৫৮

ডলারের রেট কমাতে কাজ করছে সরকার

ডলার নিয়ে কয়েক বছর ধরেই চলছে আলোচনা। এই রেট কমিয়ে আনার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদেরা। এর মধ্যেই মঙ্গলবার অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী বললেন, ডলারের রেট কমিয়ে আনার ব্যাপারে কাজ চলছে।

সচিবালয়ে আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইনান্স করপোরেশন আইটিএফসি–এর সিইও হানি সালেম সনবলের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন। 

অর্থমন্ত্রী বলেন, আর্থিক সমস্যা মোকাবিলা করে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াচ্ছে। অর্থনীতিতে সমস্যা আছে, চাইলে রাতারাতি এর পরিবর্তন হবে না। তবে তা থেকে উত্তরণের চেষ্টা চলছে।

বাংলাদেশ বড় অর্থনীতির দেশ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আর্থিক সমস্যা আছে। সেগুলো মোকাবিলা করেই এগিয়ে যেতে কাজ করছে সরকার। আগে যেগুলো সমস্যা ছিল, সেগুলোর মধ্যে বেশকিছু সমস্যার সমাধান হয়েছে।

আইটিএফসি সিইও হানি সালেম সনবল বলেন, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অবকাঠামো খাতে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়ানো হবে। নতুন নতুন খাতে সহযোগিতা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। 

Facebook
Twitter
LinkedIn