বেইলি রোডের বহুতল ভবনের অগ্নিকাণ্ডে নিহত ৪৬ জনের মধ্যে এ পর্যন্ত ৪৩ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সবশেষ সপরিবারে প্রাণ হারানো শুল্ক কর্মকর্তা শাহজালাল উদ্দিন ,তার স্ত্রী মেহেরুন নেসা জাহান ও তাদের সন্তান ফাইরুজ কাশেম জামিরার মরদেহ হস্তান্তর করা হয়।
বাকি তিনটি মরদেহের মধ্যে দু’টির পরিচয় নিশ্চিত হতে ডিএনএ টেস্ট সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আর বাকি একটি মরদেহের খোঁজে এখনো কেউ আসেনি।
রাজধানীর বেইলী রোডে অনেক রেস্টুরেন্ট ও কাপড়ের দোকানের একটি বহুতল ভবনের অগ্নিকান্ডে এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছে। বৃস্পতিবার রাতে একটি রেস্টুরেন্টে আগুন লাগলে ভবনটিতে দ্রুত ছড়ায়। বহু মানুষ অল্প সময়ে শ্বাসরোধে নিস্তেজ হয়ে পড়েন।