ঢাকার বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত কক্সবাজারের উখিয়া মরিচ্যা এলাকার একই পরিবারের তিনজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (৩রা মার্চ) সকাল ১১ টায় উখিয়ার মরিচ্যা মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বাবা, মা ও মেয়ের দাফন করা হয়।
বৃহস্পতিবার রাতে ঢাকার বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লেগে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন, কক্সবাজারে উখিয়া হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকার মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ছেলে কেরানী গঞ্জ কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা শাহজালাল, তার স্ত্রী মেহেরুন নেসা জাহান হেলালি (২৪) ও শিশু কন্যা ফাইরুজ কাশেম জামিরা (৩)।
শনিবার (২রা মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে নিহতদের মরদেহ নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলে রাত সাড়ে ৮ টার দিকে তাদের মরদেহ শাহজালালের শ্বশুর বাড়ি রামুর ফতেখাঁরকুলে এসে পৌঁছায়। সেখানে রাখা হয় শাহজালালের স্ত্রী মেহেরুন নেছা হেলালী মিনার মরদেহ। বাপের বাড়িতে প্রথম জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মরিচ্যায় শ্বশুর বাড়ীতে। কন্যা ও শাহজালালের মরদেহ উখিয়ার মরিচ্যা নিজ বাড়িতে পৌঁছে রাত ১১ টায়।