২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:০৭
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:০৭

দু’এক দিনের মধ্যেই কমবে জ্বালানি তেলের দাম’

দু’এক দিনের মধ্যেই জ্বালানি তেলের দাম কমতে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ মঙ্গলবার (০৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান। 

তিনি জানান, এ সপ্তাহেই চালু হবে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণের স্বয়ংক্রিয় পদ্ধতি। আর এ কারণেই কমতে যাচ্ছে জ্বালানির দাম। প্রতিমন্ত্রী জানান এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে অনুমোদন দিয়ে দিয়েছেন। 

নসরুল হামিদ বলেন, “আন্তর্জাতিক বাজারের চেয়ে এখন দেশে দাম বেশি। তাই এই পদ্ধতিতে জ্বালানি তেলের দাম নির্ধারণ হলে কিছুটা কমবে।” 

জ্বালানি তেলের দাম কমলে পাচারের শঙ্কা বাড়বে মন্তব্য করে জেলা প্রশাসকদের এবিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন জ্বালানী প্রতিমন্ত্রী 

Facebook
Twitter
LinkedIn