২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৫৩
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৫৩

চাঁদা না পেয়ে প্রবাসীর ওপর হিজড়া বাহিনী নিয়ে হামলা

চাঁদা না পেয়ে রাজধানীর মোহাম্মদপুরের কাঁটাসুরে কানাডা প্রবাসী ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ফারুক হোসেনের ওপর হিজড়া বাহিনী নিয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে।

এসময় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পণ্য ও নগদ টাকা লুট করারও অভিযোগ করেন ফারুক।

মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, হামলার সময় টানা ৪ ঘণ্টা ৯৯৯-এ ফোন করেও কোন সহযোগিতা পাওয়া যায়নি। রহস্যজনক কারণে ৪ দিনেও থানা পুলিশ তার মামলাও নেয়নি।

লিখিত বক্তব্যে ফারুক হোসেন বলেন, তিনি ২০১২ সালে মোহাম্মদপুর কাটাসুর এলাকায় ৫২ শতাংশ জমি ক্রয়ে করে সেখানে সাইনবোর্ড টানিয়ে দেন। জমিতে বৈদ্যুতিক মিটার, পানির লাইনসহ অন্যান্য ইউটিলিটি সংযোগ দেন। তিনি কানাডা প্রবাসী হওযায় জমিটি দুজন তত্ত্বাবধায়ক দেখাশোনা করে। তাছাড়া সেখানে দুটি ঘর আছে যাতে একটি লাইব্রেরিও রয়েছে। ওই জমিতে ৭ লাখের বেশি ইট মওজুদ ছিল।

স্থানীয় একটি গ্রুপ তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা চায়। ১৯ ডিসেম্বর সকালে নুরুল, মহিউদ্দিন, তুহিন, শাহাদাত ও পলাশের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী ও এক গ্রুপ হিজড়া সঙ্গে নিয়ে বাড়ির ক্লোজ সার্কিট ক্যামেরা ভাঙচুর করে।

হামলাকারীরা বাড়ির ইট, বালু, টিন, দরজা, জানালাসহ বিভিন্ন সরঞ্জাম ট্রাকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে তিনি বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। বিষয়টি তিনি স্থানীয় রাজনৈতিক নেতাদের জানালেও আশানুরূপ সহযোগিতা পাননি।

এবিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, থানায় জিডি করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook
Twitter
LinkedIn