২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:০৩
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:০৩

ডেঙ্গু মোকাবিলা সরকারের একার পক্ষে সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী 

মশা নিধন করে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত চেষ্টা চালানোর কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বলেন, ডেঙ্গু মোকাবিলা সরকারের একার পক্ষে সম্ভব নয়।

সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকার দুই সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন সেখানে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সমন্বিত চেষ্টা করেই করোনা মোকাবিলা করে সফল হয়েছে বাংলাদেশ।

ঠিক একইভাবে ডেঙ্গু মোকাবিলায়ও সফল হবে। ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণের আগেই প্রতিকারমূলক ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

Facebook
Twitter
LinkedIn