২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৮:২৬
২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৮:২৬

ডিজেল ও কেরোসিনের দাম কমেছে

দেশের বাজারে আরেক দফা কমলো ডিজেল এবং কেরোসিনের দাম। এতে করে আজ থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ২ টাকা ২৫ পয়সা কমে বিক্রি হচ্ছে ১০৬ টাকায়। তবে অপরিবর্তিত থাকবে পেট্রোল ও অকটেনের দাম।

গতকাল রোববার (৩১ শে মার্চ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেয়া এক সংবাদ বিবৃতিতে এ কথা জানা যায়। 

এতে বলো হয় বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাড়া বা কমার সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের জন্য ডায়নামিক প্রাইসিং ফর্মুলা অনুযায়ী আগামী এপ্রিল মাসের জন্য ডিজেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

এতে করে পূর্বের ডিজেলের বিক্রয়মূল্য লিটার প্রতি ১০৮.২৫ টাকা। আর নতুন মূল্য অনুযায়ী আজ থেকে তা হবে ১০৬.০০ টাকা লিটার। একই সাথে কমেছে কেরোসিনের দাম। এই অনুযায়ী গতকাল পর্যন্ত কেরোসিন বিক্রি ছিলো লিটার প্রতি ১০৮.২৫ টাকা। যা আজ থেকে তা বিক্রি হবে ১০৬.০০ টাকা লিটার দরে। 

তবে, জ্বালানির দামের সঙ্গে পরিবহন ভাড়া কমবে কিনা তা নিয়ে সংশয়ে যাত্রীরা। যাত্রী কল্যাণ সমিতি বলছে, এর আগে জ্বালানি তেলের দাম কমার কোন সুফল পায়নি ভোক্তা ও যাত্রীরা।

Facebook
Twitter
LinkedIn