২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:৪৫
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:৪৫

৪ বিভাগে বইছে তাপপ্রবাহ, হিট অ্যালার্ট জারি

রাজধানী ঢাকাসহ দেশের ৪ বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বইছে। আগামী দুই থেকে তিন দিন এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। এসব এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ বুধবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহটি আরও বিস্তৃত হতে পারে।

পাশাপাশি জলীয়বাষ্পের আধিক্যের কারণে এই সময়ে অস্বস্তিবোধ বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা যদি ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হয়, তাকে মৃদু তাপপ্রবাহ বলে। ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। তীব্র তাপপ্রবাহ বলা হয় যখন তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আর অতি তীব্র হয় ৪২ ডিগ্রি বা এর বেশি হলে।

এদিকে অধিদপ্তরের দেওয়া এক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবারও রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বইবে। এটি আরও বিস্তার লাভ করতে পারে।

Facebook
Twitter
LinkedIn