২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৪৭
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৪৭

চলন্ত বাসে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা

সিলেট থেকে সুনামগঞ্জের দিরাইগামী বাসে এক নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা করেছে ওই বাসের চালক ও হেলপার। এ ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আজ রোববার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান জানান, ঘটনার শিকার কলেজছাত্রীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে দিরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

এর আগে গতকাল শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার মদনপুর সড়কের সুজানগর এলাকায় চলন্ত বাসে ওই কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বাসটির চালক ও হেলপাররা। একপর্যায়ে আত্মরক্ষার জন্য দিরাই পৌর সদরের বাসিন্দা ওই ছাত্রী বাস থেকে নিচে লাফ দেন।

ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা থানা পয়েন্টে সড়ক অবরোধ করলে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে জনতা। পরে, ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ এনে দিরাই থানায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Facebook
Twitter
LinkedIn